সবাইকে চমকে দিতে ফিরছে নোকিয়া!
বাজারে আসছে নোকিয়ার চমক লাগানো ফোন নোকিয়া ম্যাজিক ম্যাক্স। একসময় মোবাইল ফোন বলতে নোকিয়ার নাম ছিলো কিন্তু বর্তমান বাজারে বিলুপ্তপ্রায় এই ব্র্যান্ড। শেষবার নোকিয়া তাদের মোবাইলের মাইক্রোসফটের মতো অপারেটিং সিস্টেম ব্যাবহার করেও নিজেদের ধ্বংস ঠেকাতে পারেনি এবং নোকিয়ার মতো এতো বড় ব্র্যান্ডের মার্কেট দখল করে স্যামসাং,শাওমি,রিয়েলমির মতো ফোনগুলো।
তবে বাজারে আবার কামব্যাক করতে যাচ্ছে নোকিয়া, নিয়ে আসছে তাদের নতুন ফোন নোকিয়া ম্যাজিক ম্যাক্স। এই ফোনটিত ফিচার্সগুলোর মধ্যে থাকছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোনটি ৮/১২/১৬ জিবি র্যাম এর সাথে ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজের তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটিতে ৭৯৫০ এমইচ এর ব্যাটারি দেওয়া দেওয়া থাকবে যার ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তার কোনো কারনই থাকবে না আর এতো বড় ব্যাটারি চার্জের জন্য ১৮০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হবে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে মোবাইলটি দাম হবে ৪৪০০০ টাকার আশে পাশে।
আরো পড়ুনঃ কেমন হবে সবার জন্য তৈরী উন্নত ফিচারের এই বাজেট আইফোন?
৪৪০০০ টাকার এই ফোনটিতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা,যেইগুলোর প্রাইমারি সেন্সর 144 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যাবহার করা হয়েছে ১৬ + ৫ মেগাপিক্সেল সেন্সর।সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Nokia Magic Max মোবাইলটিতে ৬৪ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর থাকছে।
আরও পড়ুনঃ সেরা ৫টি মুভি ডাউনলোড ওয়েবসাইট-২০২৪