মোবাইল জগতে সবচেয়ে দামী ফোন হলো আইফোন। খুব বেশি দামের কারনে সর্বসাধারন এই ফোনটা থেকে দূরেই থাকেন আর তাই এবার অ্যাপল নিয়ে এলো Apple এর সবচেয়ে ছোটো ফোন Iphone SE4। এই আইফোন এসই ৪ মডেল নিয়ে চলছে কল্পনা জল্পনা। শোনা যাচ্ছে এই মোবাইলটিতে থাকবে সবচেয়ে সস্তায় অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার আর এর ম্যানুফাকচারিং শুরু হওয়ার ও কথা এই বছরের শেষের দিকে যা নিয়ে অ্যাপলের কাছ থেকে এখনো কোনো অফিসিয়াল বার্তা না পাওয়া গেলেও এর ফিচার এবং স্পেসিকেশন ফাস হয়ে জনমনে করেছে চাঞ্চল্য।
সম্ভাব্য Iphone SE4 Specification: আইফোন এসই ৪ মডেলের ডিসপ্লে সাইজ হবে ৬.০৬ ইঞ্চি আর ব্যাবহৃত হবে ওএলইডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট থাকবে ৬০ হার্জ। ফ্রন্ট ক্যামেরা সিস্টেম ও ফেস আইডি ধরে রাখতে এতে থাকবে স্পেশাল নচ। সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের হবে বলে ধারনা করা হচ্ছে। আইফোন ১৬ মডেলের মতোই এই ফোনেও থাকবে অ্যাপলের নিজস্ব A18 চিপসেট। র্যাম হবে ৮ জিবির এবং স্টোরেজ হবে ১২৮ জিবি ।
আরও পড়ুনঃ তবে কি ফিরে আসছে নোকিয়া?
আইফোন এসই মডেলের ব্যাটারি হবে ৩২৭৮ মিলি অ্যাম্পিয়ারের যা আগের মডেলের থেকে বেশি। আইফোন এসই ৪ এর চার্জিং স্পিড অপরিবর্তনীয় ২০ ওয়াট ই থাকছে।
আরও পড়ুনঃ সেরা ৫টি মুভি ডাউনলোড ওয়েবসাইট-২০২৪