আপনি হয়তো একটি ওয়েভসাইট খুলতে চাচ্ছেন কিন্তু একটা ওয়েভসাইট এর জন্য প্রধান প্রয়োজন ডোমেইন। কিন্তু অল্প টাকায় পাচ্ছেন না তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে মাত্র এক ডলার দিয়ে আপনি .com ডটকম ডোমেইন নিবেন।
তার আগে ডোমেইন কি এবং এটা কিভাবে কাজ করে তা জানা যাক
ডোমেইন কি?
ডোমেইন শব্দের অর্থ হলো ঠিকানা বা জায়গা। ইন্টারনেটের পারিভাষিক অর্থে ডোমেইনকে বলা হয় ওয়েবসাইটের ঠিকানা যা এর হোম পেজ বা অন্যান্য পেজকে নির্দেশ করে। ইন্টারনেটের এর বিশাল দুনিয়া থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট খুঁজে পেতে ডোমেইন নেম সহায়তা করে।
উদাহরণ হিসেবে আমরা যখন ইন্টারনেট ব্যবহারের সময় যে ওয়েবসাইট গুলো ভিজিট করি সে সব ওয়েবসাইটকে আমরা ডোমেইন নেম হিসেবেই চিনি যেমন YouTube, Facebook, Gmail ইত্যাদি। এখন ইউটিউব ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে youtube.com লিখতে হবে facebook.com লিখলে কিন্তু ইউটিউবে যাইতে পারবো না।
চলুন এবার ১ ডলার দিয়ে .com domain -কিভাবে নিবেন দেখা যাক
প্রথমে চলে যেতে হবে গুগল এবং সার্চ করুন অথবা ক্লিক করুন এখানে IONOS
ওয়েভসাইটে গেলেই দেখতে পারবেন উপরে লিখা .COM 1USD for 1Year!
ধন্যবাদ।ব্লগটি কাজে আসলে শেয়ার করবেন এবং ভালো লাগলে অথবা প্রশ্ন থাকলে মন্তব্য করবেন।