ডুয়াল কারেন্সি কার্ড এর সমস্যার সমাধান!
বাংলাদেশী ফ্রীল্যান্সারদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেমেন্ট মেথড এর সমস্যা।কাজ শেষে ক্লায়েন্ট এর কাছ থেকে পেমেন্ট নিতে অনেক হয়রানির শিকার হতে হয় শুধু উপযুক্ত ও সহজ পেমেন্ট মেথড না থাকায়।
এছাড়াও ফেইসবুক বা গুগল এড ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে সবচেয়ে জরুরি যেই জিনিস টা প্রয়োজন হয় তা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড কারন ফেসবুক বা গুগলে এড চালাতে হলে ডলারে পেমেন্ট করতে হয়।
ডুয়াল কারেন্সি কার্ড পেতেও অনেক ঝামেলা পোহাতে হয় যেমন ব্যাঙ্কে বার বার যাওয়া আসা ,পাসপোর্ট এন্ড্রোসমেন্ট করা এছাড়াও অনেকের পাসপোর্ট থাকে না রকম অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।এই সমস্যার দারুন এক সমাধান নিয়ে এসেছে "প্রিয় পে"।
প্রিয় কার্ড (ভার্চুয়াল/ফিজিক্যাল) দিয়ে গ্রাহকরা ফেসবুক, গুগল, নেটফ্লিক্স, আমাজন, আলিবাবাসহ যেকোনো আন্তর্জাতিক পেমেন্ট করতে পারছেন।
আবার ফিজিক্যাল কার্ড সঙ্গে থাকায় উল্লিখিত দেশগুলোতে ট্রাভেল করতে গেলে ডলারের চিন্তা থাকছে না এবং এটিএম বুথ থেকে স্থানীয় মুদ্রা উত্তোলন করা যাচ্ছে। ফিজিক্যাল স্টোরেও খুব সহজেই পেমেন্ট করা যাচ্ছে। ফিজিক্যাল কার্ড না থাকলে ভার্চুয়াল কার্ডকে গুগল পে ও অ্যাপল পে’-তে যুক্ত করে কন্টাক্টলেস পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।
ঝামেলাবিহীন উইথড্র,আমেরিকান ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ‘প্রিয় পে’র গ্রাহকরা দুটি আমেরিকান ডলার অ্যাকাউন্ট পাচ্ছেন। অ্যাকাউন্টে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে সহজেই পেমেন্ট নেওয়া যায়। এ ছাড়াও যেকোনো আমেরিকান ব্যাংক থেকে ডলার গ্রহণ করা যায়।
গ্রাহকরা দুটি অ্যাকাউন্টের বিপরীতে ৪টি ভার্চুয়াল মাস্টারকার্ড পেয়ে থাকেন ভার্চুয়াল কার্ডের জন্য আলাদা কোনো ফি নেই, এগুলো একদম ফ্রি। এ ছাড়াও রয়েছে ফিজিক্যাল কার্ডের সুবিধা।
সুবিধাসমূহ |
Priyo Pay তে একাউন্ট খুলতে দরকারি যেই জিনিস গুলি প্রয়োজন-
- এনাইডি/ভোটার আইডি কার্ড
- ছবি
- ব্যাঙ্ক চেকের ছবি অথবা ব্যাঙ্কে স্ট্যাট্মেন্ট এর ছবি
- ঠিকানার প্রমান দেওয়ার জন্য বসবাসরত বাসার যেকোনো ইউটিলিটি বিল এর ছবি (বিদ্যুত/পানি/গ্যাস)
সাবস্ক্রিপশন অপশন |
Referral code: QS9LFP ব্যাবহার এ একাউন্ট ওপেনে পাবেন ৩ ডলার বোনাস।
#priyopay
#পাসপোর্ট_ছাড়া_ডুয়েল_কারেন্সি_কার্ড
#dual_currency_card
#international_payment_receive_bangladesh