নতুন আপডেট পেতে ফলো করুন গুগল নিউজে  
অথবা নিউজ-লেটারে সাবস্ক্রাইব করুন
tiptechy.com

বিদেশে বসে রোমিং অ্যাক্টিভেট করে আপনার বাংলাদেশি সিম চালান ফ্রী!

Grameenphone বা Gp সিম ফ্রী রোমিং অ্যাক্টিভেট করে খুব সহজেই বিদেশে আপনার সিম ব্যবহার করুন।
Ahtasam Zidan

Grameenphone বা Gp সিম ফ্রী রোমিং অ্যাক্টিভেট করে খুব সহজেই বিদেশে আপনার সিম ব্যবহার করুন।

বাংলাদেশি সিম বিদেশে ব্যবহার করুন, বিদেশে জিপি সিম, বিকাশ বিদেশে ব্যবহার,sim,টিপ্স এন্ড ট্রিক্স,Grameenphone,বিদেশে সিম ব্যবহার,free roaming,sim roaming,gp roaming,

চলুন দেখা যাক কিভাবে আপনি ঘরে বসে Grameenphone সিমে ফ্রি তে রোমিং অ্যাক্টিভেট করবেন। যার মাধ্যমে আপনি বিদেশে বসে নগদ বিকাশ রকেট  এবং ব্যাংকের OTP/apps এর মতো সার্ভিস ব্যবহার করতে পারবেন, এর জন্য SMS type রোমিং টি একটিভ করলেই আপনার হবে। অন্য সার্ভিস নিলে আপনার টাকা দিতে হবে। বিস্তারিত জানতে গ্রামীণফোনের অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন: https://www.grameenphone.com/personal/services/roaming/sms-roaming

মুলত তিন ভাবে গ্রামীণফোন সিমে রোমিং একটিভ করা যায়।

১/ গ্রামীণফোন অফলাইন কাস্টমার কেয়ারে। 

২/ গ্রামীণফোনের My GP অ্যাপ থেকে।

৩/ গ্রামীণফোনের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

চলুন দেখি কিভাবে My GP অ্যাপ থেকে রোমিং করবেন দুই মিনিটেই ঘরে বসে। তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপানার হাতে থাকা মোবাইল ফোনের My Gp অ্যাপে। 

তার পর কি কি করবেন স্ক্রিনশট ফলো করুন, বিস্তারিত দেখানো হলো

My Gp অ্যাপে ঢুকে নিচের দিকে Services অপশন দেখতে পারবেন services এ ক্লিক করুন। 


তারপর এখানে Scroll করলেই নিচের দিকে দেখুন রোমিং লিখা। Roaming অপশন এ ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান।

এই ধাপে আপনাকে Choose Roaming type এ ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে হবে।

বলে রাখা ভালো, গ্রামীণফোনে ৩ টি রোমিং সার্ভিস আছে। দুইটি হলো ১$ ডলার রিচার্জে, যা করতে ডুয়েল কারেন্সি এন্ডোসমেন্ট কার্ড লাগবে। যেহেতু আমরা ফ্রিতে শুধু বিকাশ/নগদ/রকেট এবং ব্যাংকের Otp বা incoming SMS এর জন্য রোমিং করতে চাচ্ছি তাই ৩য় নাম্বারের SMS type রোমিং অপশনে টি Choose করবেন।

এখানে এসে SMS type রোমিং সার্ভিস ক্লিক করে Continue to Payment লিখাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখবেন আপনার রোমিং সার্ভিস একটিভ হয়ে গেছে।এটা করতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। SMS রোমিং সম্পূর্ণ ফ্রি।

দেখুন আপনার রোমিং একটিভ হয়ে গেছে।

এখন আপনি বিদেশে বসেই আপনার রোমিং সার্ভিস উপভোগ করতে পারবেন। বিদেশের নেটওয়ার্কে আপনার সিম চলবে। আপনি চাইলে রোমিং Deactivate করতে পারবেন অ্যাপ থেকেই। আপনার চাইলে রোমিং ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। তার জন্য USD সাপোর্ট ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন।

ধন্যবাদ।


#gproaming #freeroaming #bangladeshsimroaming #grameenphone #mygp #freeuse #সিম-রোমিং #ফ্রী-রোমিং #গ্রামীণফোন #বাংলাদেশ-সিম #বিকাশ #নগদ #রকেট #ব্যাংক #otp #SMS #bkash #nagad #rocket #bank

#gpsimfreeroaming


৭টি মন্তব্য

  1. আমার গ্রামীন সিম রোমিং করতে চাই
    1. আপনার সাথে আপনার জিপি সিম এবং মাইজিপি এপে লগইন থাকলে এভাবে বিনামূল্যে চালু করতে পারবেন।
      যেকোনো আপডেট পেতে আমাদের ওয়েভসাইট টি বুকমার্ক করে রাখুন এবং ফেসবুক পেইজ https://fb.com/TipTechy তে Follow এবং লাইক করে রাখতে পারেন।
      ধন্যবাদ।
  2. মালোয়েশিয়া থেকে কি গ্রামীন সিম রোমিং করে চালু করা যাবে,, আমার সিমে তো নগদ একাউন্ট ছিলো এখন রোমিং করলে কি একাউন্ট আবার পুনরায় চালু হবে জানাবেন প্লিজ
    1. আমি বর্তমানে মালায়শিয়া তে অবস্থান করছি এবং বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সহ সব কিছু ব্যবহার করছি এবং সব ধরনের মেসেজ আমার সিম আ আসছে।
      আপানার সিম সাথে থাকলে এবং মাই জিপি লগইন থাকলে আপনি এবাবে বিনামূল্যে চালু করতে পারবেন।

      যেকোনো আপডেট পেতে আমাদের ওয়েভসাইট টি বুকমার্ক করে রাখুন এবং ফেসবুক পেইজ Follow এবং লাইক করে রাখতে পারেন।
      ধন্যবাদ।
    2. আমার গ্রামীন সিম রোমিং করতে চাই

  3. আমি মাই জিপি রোমিং
    করতে চাই অনলাইন এর মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে তো কিভাবে করব আমার কাছে তো এর লিংক নাই
  4. আমি গ্রামীন সিম রোমিং
    করতে চাই ওয়েবসাইট এর মাধ্যমে
আপনার মতামত অথবা কোনো প্রশ্ন থাকলে জানান
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.