Grameenphone বা Gp সিম ফ্রী রোমিং অ্যাক্টিভেট করে খুব সহজেই বিদেশে আপনার সিম ব্যবহার করুন।
চলুন দেখা যাক কিভাবে আপনি ঘরে বসে Grameenphone সিমে ফ্রি তে রোমিং অ্যাক্টিভেট করবেন। যার মাধ্যমে আপনি বিদেশে বসে নগদ বিকাশ রকেট এবং ব্যাংকের OTP/apps এর মতো সার্ভিস ব্যবহার করতে পারবেন, এর জন্য SMS type রোমিং টি একটিভ করলেই আপনার হবে। অন্য সার্ভিস নিলে আপনার টাকা দিতে হবে। বিস্তারিত জানতে গ্রামীণফোনের অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন: https://www.grameenphone.com/personal/services/roaming/sms-roaming
মুলত তিন ভাবে গ্রামীণফোন সিমে রোমিং একটিভ করা যায়।
১/ গ্রামীণফোন অফলাইন কাস্টমার কেয়ারে।
২/ গ্রামীণফোনের My GP অ্যাপ থেকে।
৩/ গ্রামীণফোনের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
চলুন দেখি কিভাবে My GP অ্যাপ থেকে রোমিং করবেন দুই মিনিটেই ঘরে বসে। তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপানার হাতে থাকা মোবাইল ফোনের My Gp অ্যাপে।
তার পর কি কি করবেন স্ক্রিনশট ফলো করুন, বিস্তারিত দেখানো হলো
My Gp অ্যাপে ঢুকে নিচের দিকে Services অপশন দেখতে পারবেন services এ ক্লিক করুন।
তারপর এখানে Scroll করলেই নিচের দিকে দেখুন রোমিং লিখা। Roaming অপশন এ ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান।
এই ধাপে আপনাকে Choose Roaming type এ ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে হবে।
বলে রাখা ভালো, গ্রামীণফোনে ৩ টি রোমিং সার্ভিস আছে। দুইটি হলো ১$ ডলার রিচার্জে, যা করতে ডুয়েল কারেন্সি এন্ডোসমেন্ট কার্ড লাগবে। যেহেতু আমরা ফ্রিতে শুধু বিকাশ/নগদ/রকেট এবং ব্যাংকের Otp বা incoming SMS এর জন্য রোমিং করতে চাচ্ছি তাই ৩য় নাম্বারের SMS type রোমিং অপশনে টি Choose করবেন।
এখানে এসে SMS type রোমিং সার্ভিস ক্লিক করে Continue to Payment লিখাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখবেন আপনার রোমিং সার্ভিস একটিভ হয়ে গেছে।এটা করতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। SMS রোমিং সম্পূর্ণ ফ্রি।
দেখুন আপনার রোমিং একটিভ হয়ে গেছে।
এখন আপনি বিদেশে বসেই আপনার রোমিং সার্ভিস উপভোগ করতে পারবেন। বিদেশের নেটওয়ার্কে আপনার সিম চলবে। আপনি চাইলে রোমিং Deactivate করতে পারবেন অ্যাপ থেকেই। আপনার চাইলে রোমিং ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। তার জন্য USD সাপোর্ট ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন।
ধন্যবাদ।
#gproaming #freeroaming #bangladeshsimroaming #grameenphone #mygp #freeuse #সিম-রোমিং #ফ্রী-রোমিং #গ্রামীণফোন #বাংলাদেশ-সিম #বিকাশ #নগদ #রকেট #ব্যাংক #otp #SMS #bkash #nagad #rocket #bank
#gpsimfreeroaming